কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি আওয়ামীলীগের নেতা ও সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ এর ফুফাতো ভাই হাসিনুর রহমান দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় দৌলতপুর গার্সস কলেজে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহমে মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্, ইউএনও শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, দৌলতপুর গার্সস কলেজের অধ্যক্ষ রেজাউল করীম, আওয়ামীলীগ নেতা টিপু নেওয়াজ প্রমুখ। উল্লেখ্য গত ২৯ আগষ্ট ফিলিপনগর এলাকায় হাসিনুর রহমান দুর্বৃত্তদের হাতে নিহত হন।