রাজবাড়ীর পাংশা – সেনগ্রাম উপজেলা সড়কের খননের ৯ মাসেও কাজ শেষ হয়নি । এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে । ভুক্তভোগী সাধারণ জনগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবিতে মানব বন্ধন করেছে। পাংশা সেনগ্রাম সড়কটির ঠিকাদার প্রতিষ্ঠান মর্ডান কনষ্ট্রাশন। ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে এক দফা মেয়াদ বাড়ানো হয় চলতি বছর ১৫ই নভেম্বর পর্য়ন্ত। এই সড়কের এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ২০ ভাগ। দৃর্ঘ ৯ মাস কার্পেটিং তুলে রাখায় চরম দুর্ভোগে পরেছে হাজারো মানুষ।প্রতিদিন বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন।
পাংশা উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে কার্যাদেশ পাওয়া ৫ টি সড়কের ১৮ কিলোমিটার উন্নয়ন ও প্রশস্ত করণের কাজ শেষ হওয়ার কথা ছিলো জুন মাসে।
এব্যাপারে পাংশা উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান বলেন, আমরা প্রতিটি ঠিকাদারকে চলতিবছরের জানুয়ারীতে সাইড বুঝিয়েদিই কিন্তু ঠিকাদারদের অব্যাবস্থাপনা ও গাফলতির কারনে ধীরগতিতে কাজ চলছে। এব্যাপারে তাদের বারবার তাগিদপত্র দেওয়া হয়েছে। হাতে সময় আছে মাত্র ৫০ দিন।