সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে সীরাত চর্চা বৃদ্ধির লক্ষ্যে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের কুটিপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে এ সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। মোঃ আব্দুর রহমান বাদশার সভাপতিত্বে মুহা: কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মোমতাজুল উলূম মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহা: আরিফুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ রুহুল আমিন মুরাদ, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল করিম, কুটিপাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহা: মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের আগামী দিনের সুন্দর পথ চলা ও সমাজ এবং ছাত্রসমাজ কে নিয়ে এ জাতীয় অনুষ্ঠান করার জন্য উৎসাহ প্রদান করেন এবং আগামীতে তারা এ ধরনের অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।