কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জি. এস. অমিত সম্ভাবনাময় তরুন ছাত্র নেতা প্রয়াত হাসান জামান লালনের ২৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পারিবারিক উদ্যোগে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব কুষ্টিয়া শহরস্থ আড়ুয়াপাড়া ছাখাবী মসজিদে মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহ্ফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসান জামান লালনের ভাই পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক হাজী মোঃ আখতারুজ্জামান, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক খন্দকার ইকবাল মাহমুদ, নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুন, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, ডাঃ আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের আহবায়ক হাসিব কোরাইশী, আ’লীগ নেতা আক্তার হোসেন চাঁদু, প্রয়াত হাসান জামান লালনের বন্ধু আরিফুর রহমান রিমন, সেলিম, রতন, শিমুল, মেরিন, শরিফ, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন অপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হারুন আর রশিদ নিহাত, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আরিক মাহমেদ অন্তু, ব্যবসায়ি আসিফুর রহমান সায়িম, যুবলীগ কর্মী শরিফুল ইসলাম বার্মিজ, বিপ্লব হোসেন সাজু, নয়ন, সোহেল, আশিক, জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল হোসেন, ছাত্রলীগ কর্মী শোয়েব আক্তার সৈনিকসহ আ’লীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসান জামান লালনের ভাতিজা কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক ও যুবলীগ কর্মী মোঃ রাকিবুজ্জামান সেতু। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আড়ুয়াপাড়া ছাখাবী মসজিদে ঈমাম শফিকুল ইসলাম। উল্লেখ্য যে, কুষ্টিয়া পৌর এলাকার মিলপাড়া ওয়ার্ডের সাবেক সফল কমিশনার ও কুষ্টিয়া পৌরসভার সর্বপ্রথম জনগণের ভোটে নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান ম. আ. রহিম আর মাতা জাহানারা রহিমের চার ছেলে মেয়ের মধ্যে হাসান জামান লালন ছিল সর্ব কনিষ্ঠ এবং সকলের খুব প্রিয় ও ¯েœহের। শহরের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত জেহের আলী মন্ডল সাহেবের নাতী হাসান জামান লালন। ১৯৯৩ সালে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন। কেবল মাত্র ছাত্রলীগের কলেজ কমিটিতেই নয় জেলা ছাত্রলীগের এক সম্ভাব্য নেতৃত্ব পরিণত হন হাসান জামান লালন। দূর্ভাগ্য ১৯৯৬ সালে ২৯ শে সেপ্টেম্বর এই সম্ভাবনাময় তরুনের জীবন অবসান ঘটে। ভারতে দার্জিলিং এ ভ্রমন করতে গিয়ে টাইগার হিলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। দীর্ঘ ২৩টি বছর অতিক্রান্ত হলেও তরুন এ ছাত্র নেতার স্মৃতি কেবল তার পরিবারের মধ্যে নয় আমাদের মধ্যেও সমুজ্জল হয়ে রয়েছে।