২৯ই সেপ্টেম্বর ১৯৮২ যে যাত্রা শুরু হয়েছিল, আমার আর সৈয়দ ফাহিমা বানুর আজকে তার ৩৮ টি বছর পাড় হল। সময় কোন দিক দিয়ে গড়িয়ে গেল; টের ই পেলামনা। অনেক উত্থান পতন পার হয়ে, আজকের এই দিনে এসে উপস্থিত হয়েছি আমরা দুইজনে। আমাদের প্রাপ্তি আর অপ্রাপ্তির পাল্লা হিসাব করলে, দেখা যাবে প্রাপ্তির পাল্লাই অনেক বেশি। আমি অনেক সুখী যখন দেখি সুখ দুঃখ, ভালো মন্দ মিলে আমাদের দুইজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেক মজবুত। মাঝে মাঝে যে ছন্দ পতন হয়নি তা নয়, তবে আমাদের ভালোবাসা, আমাদের কে সঠিক পথে থাকার প্রেরনা দিয়েছে। আমার সাথে সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় একসাথে থাকার জন্য, আমার উপর আস্থা রাখার জন্য, আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ । আমাদের ৩৮ তম বিবাহ বার্ষিকী ভরে উঠুক, আনন্দ আর ভালবাসায়। আরও অনেক যুগ একসাথে থাকার স্বপ্ন নিয়ে, তোমাকে অভিবাদন প্রিয়তমা। শুভ হোক তোমার প্রতিটা দিন, শুভ হোক আমাদের আগামী। শুভ ৩৮তম বিবাহ বার্ষিকী।