কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ডি এম সাইফুল ইসলাম শেলী প্রমুখ। শেষে প্রধানমন্তী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।