কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান সভাপতিত্ব করেন। সহকারী কমিশনার (ভুমি) কুমারখালী মুহাইমিন আল জিহান এর সঞ্চালনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা তথ্য ও প্রোগ্রাম অফিসার , উপজেলা পরিষদের সকল দাপ্তরিক কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা প্রমুখ “সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে, তথ্য অধিকার সংকটে হাতিয়ার” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন।