কুমারখালি থানা ও পৌর সেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। থানা সেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাৎ এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে । তিনি বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। তিনি বলেন, সেচ্ছাসেবক দলের এই কমিটির গতিশীল নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী শহর বিএনপির সভাপতি কে এম আলম টমে, থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আল কামাল মোস্তফা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, নন্দনাল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কুমারখালি থানা যুবদলের সভাপতি এ্যাড. শাতিল মাহমুদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মোকা, জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, থানা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কুমারখালি পৌর সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর সাধারণ সম্পাদক মো: রুবেল হাসান রজন, সিনিয়র সহসভাপতি মো: জিলাল হোসেন, কুমারখালি যুবনেতা আব্দুর রহিম মন্ডল, যুবনেতা আলম, সেচ্চা সেবক দলের নেতা শহিদুল, ছাত্র নেতা দুলাল, অপু।