কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়ের সভাপতিত্বে “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জেলা বাজার মনিটরিং কমিটির সভা”। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার সাথে আলোচনা হয় এবং দ্রব্যসমূহের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে উপস্থিত সকলে সহমত পোষণ করেন। আইন অমান্য করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।