কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের শিবরামপুর বাঁখই গ্রামের মোঃ সামছুদ্দিনের ছেলে একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী মাজেদ ব্রীজ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ৪ মামলার এজাহার ভুক্ত আসামী মাজেদ সম্প্রতি কুমারখালী বাজারে সন্ধ্যার সময় প্রকাশ্যে মিঠু নামের একজনকে কুপিয়ে আহত করে। এই ঘটনায় কুমারখালী থানায় তার বিরুদ্ধে মামলা হবার পর থেকে গা ঢাকা দেয়। বুধরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানার এস আই কামাল সঙ্গীয় ফোর্স সহ তাকে কুষ্টিয়া হরিপুর ব্রীজ সংলগ্ন এলাকায় আটকের জন্য গেলে মাজেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে গিয়ে ব্রীজ থেকে নিচে লাফিয়ে পরে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। মাজেদের বিরুদ্ধে ২০১১ সালে ১টি, ২০১৬ সালে ১টি, ২০১৭ সালে ১ টি ও ২০২০ সালের ১ টি মামলা সহ চারটি মামলা রয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, একাধিক মামলার আসামী মাজেদ কুষ্টিয়ার হরিপুর আতœগোপন থাকার সংবাদে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হটাৎ ব্রীজ থেকে লাফিয়ে পরার শব্দে নীচে গিয়ে দেখে মাজেদ। তাকে তাতক্ষনিক উদ্ধার করে কুষ্টিয়া থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।