আজ ২২ শে সেপ্টেম্বর সময় টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি এস.এম রাশেদ এবং আনিকা তাসনিম বর্ণ দম্পত্তির একমাত্র পুত্র এস.এম আনাফ আরাবীর চতুর্থ জন্মদিন । ২০১৬ সালের এই দিনে রাশেদ বর্ণ দম্পত্তির ঘর আলোকিত করে আরাবী জন্মগ্রহন করে । আরাবীর জন্মদিনে সকলের কাছে দোয়া কামনা করেছে তার বাবা-মা। আরাবীর জন্য শুভ কামনা করেছে দাদী, নানা, নানী, চাচা, ফুফু খালাসহ পরিবারের সদস্যরা।