করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ৪৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, গত ১০ এপ্রিল ওই নারী হাসপাতালে আসলে প্রথমে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে করোনা সন্দেহে ওইদিনই তাকে আইসোলেশনে নেওয়া হয়। এখানেই তার চিকিৎসা চলছিল। তবে করোনা উপসর্গ ছাড়াও ওই নারীর হরমোনগতসহ অন্যান্য নানা ধরনের অসুখ ছিল। দীর্ঘদিনের এই অসুখগুলোও বর্তমানে কঠিন হয়ে দেখা দিয়েছিল।
এদিকে, গতকাল তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার তার টেষ্ট রিপোর্টের ফলাফল আসতে পারে বলেও জানান তিনি।কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, মিরপুর উপজেলায় মৃত নারীর বাড়ী ও আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। লাশ আইইডিসিআর’র নিয়মে দাফন করা হবে। উল্লেখ্য, কুষ্টিয়ায় জেলায় এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি।