কুষ্টিয়ার দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নে করোনা পরিস্থিতির গরীব অসহায়দের দেয়া সরকারী ত্রাণের সাথে ইউপি চেয়ারম্যানের থাপ্পড় খেতে হয়েছে ত্রাণ নিতে আসা অসহায় মানুষগুলোকে।
এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এছাড়া ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ করেছে এলাকাবাসী। একই ব্যাক্তিকে একাধিক ত্রাণের প্যাকেট দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রাপ্ত তথ্যে জানাযায়, চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস ত্রাণ নিতে আসা অসহায় বয়স্ক নারী পুরুষ সকলকে ছবি তোলার জন্য ঠিকমত না দাড়ানোর অপরাধে চড়, থাপ্পড় ও ধাক্কা দেয়ার মত ঘটনা ঘটিয়েছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের কাছে জানতে চাওয়া তিনি থাপ্পড় দেবার বিষয়টি অস্বীকার করে বলেন, দুরত্ব নিশ্চিত করার লক্ষে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।
এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসলে দৌলতপুর থানার ওসিকে বিষয়টি দেখার নির্দেশ দেয় জেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান চেয়ারম্যানের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।