কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরসভার খয়েরচারা মাঠপাড়া গ্রামে ইভটিজিং এর অপরাধে এক যুবককে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালতে ১৮৬০ এর ৫০৯ ধারায় এ সাজা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বামুনদিঘি এলাকার ছহিরউদ্দিনের ছেলে মোঃ মিঠুন আলী গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়। শনিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।