কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোচিং সেন্টারের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
একই সাথে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার চালানোর অপরাধে ওই কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সুপারনোভা কোচিং-এ অভিযান চালায়।
এ সময়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি লংঘন করে কোচিং চালানোর দায়ে পরিচালক আহসান (২৮) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অনেক আগে থেকেই পোড়াদহ অঞ্চলে এই কোচিং সম্পর্কে অভিযোগ আসে। মাইকিং করে এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বার বার নিষেধ করেও কাজ না হওয়ায় আজ আকস্মিক সুপারনোভা কোচিং এ অভিযান চালানো হয়।
সেখানে একটি দুইতলা বাড়ির পুরোটা জুড়ে কয়েকশত শীক্ষার্থীকে চাপাচাপি করে বসিয়ে কোন রকম মাস্ক ছাড়াই ক্লাশ চালানো হচ্ছে। কোচিং এর পরিচালক নিজেই স্বীকার করেন যে তিনি এটি দেখাশুনা করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
এ সময়ে মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই পার্খ শেখর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।