কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাত ঘটে ৩ কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে। মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে মাঠের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়। প্রায় একই সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাঠে ঘাস কাটা অবস্থায় ইরাজুল ইসলাম (৪৮) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে। অপরদিকে গতকাল দুপুর ২.৩০টার দিকে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাত ঘটে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)। স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়ির পাশে গাছ থেকে পাতা কাটা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তার অবস্থাও আশংকাজনক বলে জানাগেছে। দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার জানান, দৌলতপুরে পৃথক এলাকায় বজ্রপাত ঘটে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক গৃহবধুকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।