দৃষ্টি সবার অধিকার এই শ্লোগানকে সামনে রেখে Youth Development Forum গত ২০মার্চ বিনামুল্যে চক্ষুশিবির -২০২০ বাস্তবায়নের পর লগডাউনের কারনে তখন চোখের ছানি অপারেশন সম্ভব হয়নি। তাই আজ ৪সেপ্টেম্বর শুক্রবার প্রথম গ্রুপে চার জনকে ছানি অপারেশন করানো হলো। এবং ধারাবাহিক ভাবে বাছাই কৃত রোগিদের অপারেশন অব্যাহত থাকবে। রোগি রিলিজের পর গ্রুপ ছবিতে উপস্থিত ছিলেন YDF এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড.আরজুমান্দ আরা নাসিমা। YDF এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। মোহিত কুমার বিশ্বাস প্রভাষক,কুষ্টিয়া সিটি কলেজ।
সাংবাদিক রাকিবুল ইসলাম, সাংবিদিক কে এম হিমেল সহ অন্যান্য সদস্য বৃন্দ।