কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লুর মত্যুতে দোয়া-মাহফিল শনিবার বাদ যোহর পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পরিষদের আয়োজনে এ দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের পিতা, সন্তান, আত্নীয় স্বজনসহ শুভাকাংখীবৃন্দ এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রাজ্জাক রাজ ।
উল্লেখ্য কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লু গত (০৪-০৯-২০২০) বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে ঢাকায় নেয়ার পথে গোয়ালন্দ ঘাটের কাছে সে মৃত্ব্যবরণ করে। তার পিতা-মাতা , স্ত্রী- ২ সন্তান রয়েছেন।