কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ক্রীড়া লেখক সমিতির সদস্য ফেরদৌস রিয়াজ জিল্লুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুষ্টিয়া ক্রীড়া লেখক সমিতি। এক শোক বার্তায় ক্রীড়া লেখক সমিতি কুষ্টিয়া জেলার সভাপতি মতিউর রহমান লাল্টু ও সাধারণ সম্পাদক তারিকুল হক তারিক এ শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু জেলার সংবাদপত্র জগতের প্রিয় মুখ ছিলো। তার চলে যাওয়া বিশাল শূন্যতার সৃষ্টি করলো, যা পুরণ হওয়ার নয়। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।