কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ রুর্যাল ডেভলপমেন্ট বোর্ড (বিআরডিবি) এর কার্যালয়ের সামনে রাত ১০ টার পরেও উড়েছে জাতীয় পতাকা। প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন না করলেও ভারতের সাবেক রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জীর মৃত্যুতে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেন। গত বুধবার শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। দৌলতপুর উপজেলার বিআরডিবি কার্যালয়ের সামনে বুধবার দিবাগত রাতে ১০ টার দিকেও পতাকা উড়তে দেখা যায়। জাতীয় পতাকাটি রাতেও উড়তে দেখে স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেন। এ ব্যাপারে বিআরডিবি’র প্রকল্প কর্মকর্তা সমীর কুমার সেন এর সাথে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, এতো রাতেও জাতীয় পতাকা উড়ার বিষয়টি দুঃখ জনক। কেন রাতেও জাতীয় পতাকা উড়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।