কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক হাসিবুর রহমান রিজু ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক সুরজিৎ সিনহা সহ-সাধারণ সম্পাদক পদের দায়িত্ব হাসিবুর রহমান রিজু’র উপর অর্পণ করেন। হাসিবুর রহমান রিজু সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই ধারাবাহিকতায় তিনি আওয়ামী লীগ সরকারের তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার হাত থেকে শ্রেষ্ঠ সাংস্কৃতিক সংগঠক হিসেবে সম্মাননা পদক পেয়েছেন। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গণে অগ্রণী ভূমিকা রাখায় একাধিক পদক পেয়েছেন হাসিবুর রহমান রিজু। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন ছাড়াও বাংলাদেশ মাদক প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির সভাপতি, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এসকে মিডিয়ার চেয়ারম্যান, এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।