কুষ্টিয়ায় আবারও একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বালিয়াপাড়া নামক স্থানে মেছোবাঘটিকে মৃত অবস্থায় স্থানীয়রা পড়ে থাকতে দেখেন। তবে কে বা কারা এই মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দূর্ঘটনায় আহত হয়েও মারা যেতে পারে বলে ধারনা অনেকের। এর দু’মাস আগে গত ৩ জুলাই ওই এলাকার দরবেশপুরে গ্রামে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে উল্লাস করে স্থানীয় যুবক ও তরুনেরা!