কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন (২০২০-২০২৪) উপলক্ষ্যে রবিবার (৩০ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সান আপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-২ চত্বরে “কুষ্টিয়া জেলা ক্রীড়া উন্নয়ন পরিষদ” প্যানেলের আয়োজনে প্রার্থীদের সাথে ভোটার ও ক্লাব প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্যানেল থেকে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সহ-সভাপতি আলী হাসান মন্টা। মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবউল আলম হানিফের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় প্রাণ ফিরে পেয়েছে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গণ। তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকেই কুষ্টিয়ার ক্রীড়াঙ্গণের উন্নয়ন নিয়ে আমাদের আর তেমন বেগ পেতে হয়না। এ্যাড. অনুপ বলেন, জননেতা হানিফ এমপি কুষ্টিয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শেখ কামাল স্টেডিয়াম নামকরণ এবং স্টেডিয়াম নির্মাণে ৪৪ কোটি টাকা বরাদ্দ এনে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আমরা পূর্ণপ্যানেলে বিজয়ী হয়ে জননেতা মাহবুবউল আলম হানিফের সাথে নিয়ে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গণের আরও ব্যাপক উন্নয়ন করতে চাই। এজন্য তাদের প্যানেলকে পূর্ণপ্যানেলে ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান এ্যাড. অনুপ কুমার নন্দী। সভায় প্যানেল থেকে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন লাবলু বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে জননেতা মাহবুবউল আলম হানিফ’র উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কুষ্টিয়া জেলা ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেলের কোন বিকল্প নেই। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের প্যানেলের ৭জন প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আশারাখি আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচনে আমরা পূর্ণপ্যানেলে জয়লাভ করবো। তিনি এক এবং ঐক্যবদ্ধ হয়ে কুষ্টিয়া জেলা ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেলে সবাইকে ভোট দেয়ার অনুরোধ জানান। প্যানেল থেকে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত য্গ্মু-সম্পাদক খন্দঃ সাদাত-উল আনাম পলাশের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্যানেল থেকে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত আলী খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. মোসাদ্দেক আলী মনি, নির্বাহী সদস্য প্রার্থী কাইয়ুম নাজার, আফরোজা আক্তার ডিউ, শহীদ আনসার মেমোরিয়াল ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, পূর্ব মজমপুর শেখ রাসেল স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) সভাপতি মোঃ রাশেদুল ইসলাম বিপ্লব, দৌলতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল কালাত, সুর্যসেনা স্পোটিং ক্লাব প্রতিনিধি মোঃ আজমত আলী, পুর্ব মজমপুর ক্রীড়াচক্র প্রতিনিধি কাজী রফিকুর রহমান, বৈদনাথ দত্ত জিমনেশিয়াম প্রতিনিধি স্বপন কুমার পাড়ই (কালা), কৃষ্ণচুড়া আনসার ভিডিপি প্রতিনিধি জামিল হাসান খান খোকন, নর্থ স্টার ক্লাব প্রতিনিধি মোঃ আব্দুল আলীম, কুষ্টিয়া জিমনাস্টিক ক্লাব প্রতিনিধি শফিকুজ্জামান দোলন, গড়াই স্পোর্টিং ক্লাব প্রতিনিধি মোঃ আব্দুল কাদের জুয়েল, আড়ুয়াপাড়া জিমন্যাস্টিক ক্লাব প্রতিনিধি মোঃ ইয়াসির আরাফাত, জুপিটর স্পোটিং ক্লাব প্রতিনিধি মুশফিকুর রহমান টরলিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি হাবিবা আক্তার শিউলি, জগতি স্পোর্টিং ক্লাব প্রতিনিধি মিসেস সালেহা নাজনীন, হাটস হরিপুর ইউনিয়ন নবারুণ সংঘ প্রতিনিধি মোঃ আনোয়ারুল হক, আমলাপাড়া স্পোর্টিং ক্লাব প্রতিনিধি রবিউল হক, শিশু কিশোর ক্রীড়া চক্র প্রতিনিধি মোঃ মহসিন আলী প্রমুখ। সভায় প্যানেলের ২৭ জন প্রার্থীসহ বিভিন্ন ক্লাব প্রতিনিধি উপস্থিত ছিলেন।