মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রথিতযশা সাংবাদিক, রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই (ইন্না…রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে ড. ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। এক শোক বার্তায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদ আব্দুম মুনিব, প্রচার সম্পাদক নূরুন্নবী বাবু, নির্বাহী সদস্য হায়দার আলী এ শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য ৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।