কুষ্টিয়ার মিরপুরে চুরির প্রচেষ্টার অপরাধে একরামুল বিশ্বাস (৩০) নামের এক যুবককে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৯ আগস্ট) সকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক লিংকন বিশ্বাস এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত একরামুল বিশ্বাস মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়া এলাকার কোহিনুর বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক লিংকন বিশ্বাস জানান, সকালে বাড়ীর পার্শ্ববর্তী বাড়ী থেকে পানি উত্তোলনের একটি বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মিরপুর থানা পুলিশের এস আই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে একরামুলকে আটক করে নিয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চুরির প্রচেষ্টার অপরাধে একরামুল বিশ্বাসকে এক মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।