কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট বিকাল পৌনে ৫টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতে কুষ্টিয়া মিরপুর উপজেলার লক্ষিধরদিয়াড় গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে প্রতারক মোঃ মোকলেছ আলী (৩৩) গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়-গ্রেফতারকৃত প্রতারক মোকলেছ দীর্ঘদিন যাবৎ তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে কাউকে ডিসি ফাতেমা, এসপি জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রীকে ইউএনও পারভিন আক্তারের নামে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রতরণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। এরই ধারাবহিকতায় ভেড়ামারার বিশিষ্ট জর্দ্দা ব্যবসায়ী জাকির হোসেনের কাছ থেকে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলে চাঁদা দেয়ার কথা বলে ৫ লাখ টাকাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে অনুমান ২২ লাখ টাকা আদায় করে। ধৃত আসামী সাবেক সংস্থাপন সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলমের কথিত এপিএস পরিচয় দিয়ে মিরপুর পোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান জনের নিকট হতে ঠিকাদারী লাইসেন্স করে দেয়ার জন্য ১ লক্ষ ৫০হাজার টাকা, ভেড়ামারার জনৈক আসাদের নিকট হতে ৬ লাখ টাকা প্রতরণা পূর্বক আত্মসাৎ করে। এছাড়া আসামীর সহযোগী কথিত ডিসি ফাতেমার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে খাস জমি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিয়ে আসছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম(বার) এর নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-১৩, তারিখ-২৮/০৮/২০২০ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(৩)/২৪(৩)/২৬(৩) রুজু হয়েছে।