রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার জীপ চালক ও লালন সংগীত চর্চা কেন্দ্র পাংশার সভাপতি উত্তম চক্রবর্তী ২৫ আগষ্ট দুপুরে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। একজন সদালাপী ও মিষ্ট ভাষী ছিলেন। সবার কাছে তিনি উত্তম দা হিসেবে পরিচিত ছিলেন। ব্যাক্তি জীবনে ২ সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পাংশা সরকারী চিত্ত বিনোদন ক্লাব, লালন সংগীত চর্চা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে তার মৃত্যুতে। পাংশা আদি মহাশ্বানে ২৫ আগষ্ট গভীর রাতে তার শেষকৃত্ত অনুষ্ঠিত হয়েছে।