মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখ পাড়া গ্রামে পানিতে ডুবে মাহফুজ হোসেন (১০) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ হোসেন মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও গ্রামের ছোট খোকনের ছেলে। সোমবার (২৪ আগষ্ট) বিকেলে থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কাজলা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।