কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আসাম উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে কয়া গ্রামের নিজ বাসভবন তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে আসান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বর্তমান দাতা সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাদ আছর স্থানীয় কাজিপাড়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। এক শোক বার্তায় মেহেদী রুমী বলেন, তিনি ছিলেন একজন ভালো শিক্ষক। তিনি শুধু শিক্ষা দিতেন না তিনি শিক্ষার্থীকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাতেন।