আজ কুষ্টিয়া বড় বাজারে চলছে সামাজিক দুরত্ব বজায় না মেনে চলছে দোকানীদের ঈদের আমেজে কেনাবেচা।বাজারে বিচরণরত মানুষের অধিকাংশেরই মুখে নেই মাস্ক। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা কোনো কাজে লাগেনি জেলার শহরে অবস্থিত বড় বাজারে। কুষ্টিয়ার প্রশাসনের কঠোর পদক্ষেপ ব্যাবস্থা থাকার পরেও বাজারে লোকসমাগম ঘটলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সরেজমিনে দেখা যায়,শহরের বড় বাজারে সরকারি নির্দেশ অমান্য করে বাজারে জনসমাগম বেড়েই চলেছে। এতে সচেতন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক লোকের অভিযোগ, একজনের ভুলে সবাইকে পোহাতে হবে। অনেক দোকানদার এক সাটার খুলে মাল বিক্রি করছেন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে।ঈদবাজারে মানুষ যেমন কেনাকেটা করতে হুমড়ি খেয়ে পড়ে, পরিস্থিতি যেন ঠিক তাই।বাজারে বাজার করতে আসা একজন সচেতন ব্যাক্তি জানান, শহরের বড় বাজারে মনে হয় ঈদ লেগেছে। পুরো বাজারে চলছে বেচাকেনাসহ লোকজনের ব্যাপক সমাগম। কেউ মানছেনা সামাজিক দুরত্ব বজায়। প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষ হয়তো এখনো অজ্ঞ। বিষয়টির প্রতি তারা কোনো গুরুত্ব দিচ্ছে না।আর এসব মানুষদের কারনেই সমাজে বিভিন্ন রকম আতংকর সৃষ্টি হচ্ছে। তাই আমি মনে করি বড় বাজারে দ্রুত প্রশাসনের সামাজিক দুরত্ব বজায়ের অভিযান হওয়া জরুরী।