কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম আর নেই। শুক্রবার রাত ১০ টায় কুষ্টিয়া পৌর এলাকার কমলাপুরস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হার্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। গোলাম আজম হাটশ হরিপুর ইউনিয়নের মৃত মনির উদ্দিনের জৈষ্ঠ পুত্র। তিনি ১৯৬১ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। মরহুমের ১ম জানাযা দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল প্রাঙ্গণে সকাল ৯.৩০ মিনিটে এবং ২য় জানাযা ও দাফন সকাল ১০টায় হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থানে অনুষ্ঠিত হবে।