কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত দেশ। নিত্য প্রয়োজনীয় দোকান বাদে সব দোকান বন্ধ।মানুষ ঘর হতে বের হতে পাচ্ছেনা। এমন সময় কুষ্টিয়াতে চোরের উৎপাত বেড়েগেছে। গতকাল ভ্যানে করে অভিনব কায়দায় কুষ্টিয়া বাইপাস মোড় হতে লোহার এ্যাংগেল চুরি করে পালানোর সময় জনতা হাতেনাতে আটক করে দুই চোরকে। কুষ্টিয়া কুঠিপাড়ার বড় ড্রেন মোড় ভ্যান পৌছালে কিছু যুবকের সন্দেহ হয়, তখন তারা ভ্যান থামিয়ে এ্যাংগেল কোথায় যাবে জিজ্ঞাসা করলে ভ্যান চালক ও সাথে থাকা ব্যক্তির কথায় অসংগতি দেখা দিলে তারা পুলিশে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশ এ্যাংগেল সহ দুই চোর কে আটক করে থানা হেয়াজতে নিয়ে যায়। স্থানীয় এক যুবজ জানান,আমরা কুঠিপাড়ার বড় ড্রেন মোড়ে বসে ছিলাম, এমন সময় এ্যাংগেল সহ ভ্যান দেখে সন্দেহ জয় আমরা ভ্যান থাকিয়ে মাল কোথায় যাবে জিজ্ঞাসা করতে তারা বলে বড় বাজার যাবে। করোনার কারনে বড় বাজার বন্ধ আবার বড় বাজার থেকে মাল আসে এ ভাবে যায়না।সব মিলিয়ে ওদের কথায় অসংগতি দেখা দিলে আমরা পুলিশে খবর দিই। পুলিশের জেরাতে স্বীকার করে লোহার এ্যাংগেল চুরির ঘটনা।
পরে এ্যাংগেল সহ দুই চোর কে থানায় নিয়ে যাই। আটককৃত চোরেরা হল ১। শুভ (৩২) পিতা মৃত আবদুল আজিজ, সাং থানাপাড়া সৎসঙ্গ মন্দিরের পাশে, ২। মিঠু ৩০) পিতা ময়েনউদ্দিন সাং চর আমলাপাড়া বলে পুলিশ জানিয়েছেন