রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকা ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী মারা গেছে।নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আবু সাইদ ২২ ও শিমুল ২৫। তারা দুজনেই ঢাকারএকটি বেসরকারী কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ ঘটনাটি ঘটে।পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলি জানান, মঙ্গলবার সকালে আব্দুল্লাহ আবু সাইদ ও শিমুল একটি মোটর সাইকেলে ঢাকা যাচ্ছিলো। এ সময় তারা সোনাপুর মোড় এলাকায় আসলে বিপরিণত দিক থেকে আসা দ্রুত গতিরোধ একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যায়। ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়েছে ট্রাকের চালক।