মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও বিশ্বনাথপুর সাপ্তাহিক হাটে সামাজিক দুরত্ব বজায় রেখে হাট ব্যবস্থাপনা করা হয়েছে। সোমবার বিকালের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি দারিয়াপুর ও বিশ্বনাথপুরের এই সামাজিক দুরত্ব বজায় রেখে সাপ্তাহিক হাট পরিদর্শন করেন। হাটে বিক্রেতাগন সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের দোকান সাজিয়ে বসেছেন এবং ক্রেতারাও একজন একজন করে তাদের চাহিদা মোতাবেক পন্য ক্রয় করছেন। এসময় মুজিবনগর থানার এস আই মোস্তাফা, দারিয়াপুর ও বিশ্বনাথপুর যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন। পরিদর্শন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি এধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগেকে স্বাগত জানান। তিনি সকলকে বৈশিক মহামারি এই করোনাভাইরাস মোকাবেলই সকলকে এগিয়ে আসার আহবান জানান সকলকে। সেই সাথে সকল কর্মহীন মানুষদের জন্য এগিয়ে আসতে আহব্বান।