মুজিববর্ষ উপলক্ষে কুষ্টিয়াতে জেলা ব্যাপী বৃক্ষ রোপন বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ উপলক্ষে বাহিনীর ইউনিয়ন/উপজেলা পর্যায়ের সদস্য/সদস্যাদের মাঝে ১০০০(এক হাজার) চারা গাছ বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এ সময় সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচরী উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান বলেন মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি,পিএসসি,জি মহোদয়ের সদয় নির্দেশনা ক্রমে মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচী পালন করছি। এরই ধারাবাহিকতা আমরা বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করছি। আম, জাম, কাঠাল, পেয়ারা, নিম, উর্জুন গাছের চারা সদস্য/সদস্যাদের মাঝে বিতরণ করা হয়েছে জানিয়ে জেলা কমান্ড্যান্ট বলেন এ সব গাছ পরিবেশরক্ষায় স্বাস্থ্য সূরক্ষায় ও অর্থনীতি উন্নয়নে ভূমিকা পালন করবে।