জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, জিয়াউর রহমান সরকারের যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই (ইন্না—রাজিউন)। রাজধানীর বনানীর বাসায় শুক্রবার রাত ৪টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন আবুল কাশেম। এদিকে আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। এক শোক বার্তায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।