গতকাল ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন পৌরসভাস্থ ২নং কলোনীর জিকে রেষ্ট হাউজ মোড়ের আখ সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন-০৩টি, সীমকার্ড-০৬টি, মোটরসাইকেল-০২টি এবং নগদ এক হাজার একশত টাকা সহ ০৩জন আসামী মোঃ সোহেল রানা (২৪), পিতা-সোনা মালিথা, সাং-বাহির চর ষোলদাগ মধ্যপাড়া, মোঃ তামিম রহমান (২০), পিতা-মোঃ আঃ বাছিদ সরদার, সাং-বাহির চর ষোলদাগ পশ্চিম পাড়া, মোঃ আহসান হাবিব উৎস (২০), পিতা-মোঃ আকবর আলী বিশ^াস, সাং-বাহির চর ষোলদাগ পশ্চিম পাড়া,উভয় থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।