কুষ্টিয়ায় নতুন করে আরো ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৭ জুলাই কুষ্টিয়ার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩১ জন, দৌলতপুর উপজেলায় ৭ জন, মিরপুর উপজেলায় ১ জন, খোকসা উপজেলার ২ জন ও কুমারখালি উপজেলায় ২ জন। সদর উপজেলায় আক্রান্ত ৩১ জনের ঠিকানা থানাপাড়া ১ জন, উপজেলা রোড ২ জন, দেশওয়ালি পাড়া ১ জন, কোর্টপাড়া ১ জন, মনামী টাওয়ার ১ জন, সিভিল সার্জন অফিস ১ জন, আমলাপাড়া ২ জন, কেজিএইচ ২ জন, চৌড়হাস ১ জন, জুগিয়া ১ জন, জগতি ১ জন, চরাইকোল ১ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পূর্ব মজমপুর ১ জন, খাজানগর ১ জন, সুইপার কলোনী ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, উদিবাড়ি ২ জন, ফুলতলা ১ জন, পিয়ারপুর ১ জন, কুমারগাড়া ১ জন, আদর্শপাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা এলজিইডি অফিস ৫ জন, হলুদবাড়িয়া ১ জন, বিনদিপুর ১ জন। খোকসা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা নগরপাড়া। কুমারখালী উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ওয়াসি ও চাপড়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পোড়াদহ।