টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এদের একজনের নাম গণি মিয়া বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।