রাজবাড়ীর পাংশা বাজারে এম আর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে ১৫ ই জুলাই দুপুরে অভিজান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই। অনুমদোন বিহীন প্লাষ্টিক এর বোতল উৎপাদন,ব্যাটারীর পানি উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠান টি সিলগালা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর । এসময় এসএসই রাজবাড়ীর উপ-পরিচালক শাহাদত হোসেন, পাংশা মডেল থানার ওসি মোঃ আহসান উল্লাহ,এন এস আই রাজবাড়ীর ফিল্ড অফিসার গেলাম রব্বানী খান ও শাহাদত হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজবাড়ী ও নিরাপদ খাদ্য কতৃপক্ষ রাজবাড়ী ও পাংশার কর্মকার্তা গন উপস্থিত ছিলেন। এছারাও বেসরকারী প্রতিষ্ঠান পাংশা চক্ষু হাসপাতাল এ ঔষধ এর দোকানে অভিজান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ঔষধ এর প্যাকেটে প্রকৃত মূল্যর চেয়ে বেশি টাকার ষ্টিকার থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজবাড়ী।