র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল আজ দুপুর ৪.৪০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার ইবি থানাধীন কুষ্টিয়া বল্লভপুর মোড় হতে চুয়াডাঙ্গা গামী রাস্তার পাটিকা বাড়ী গ্রামস্থ তাহের মোড়ের পূর্ব পাশের্^ আরাফাত ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ আঠারো হাজারটাকাসহ কুষ্টিয়া জেলার ইবি থানাধীন মাঝিলা এলাকার শফি উদ্দিন মন্ডলের ছেলে জুলফিকার আলীকে গ্রেফতার করা হয় এবং পলাতক একই এলাকার আসাদুল চৌকিদার এর ছেলে সোহাগ কৌশলে ঘটনাস্থল হতে পলায়ন যায়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ’কে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে।