আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী আলমডাঙ্গার ৬টি ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকে স্বাস্থ্যসম্মত না থাকায় ৬টি ক্লিনিকে ৩২হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউনাইটেড ক্লিনিকে অভিযান চালান। ইতিপুর্বে এই ক্লিনিকের ভিতরে স্বাস্থ্য সম্মত ব্যবস্থা না থাকা,সার্বক্ষনিক চিকিৎসক না থাকায় জরিমানা করেছিল গতকালও একই কারনে এই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর কালিদাস বাজারের একটি ক্লিনিকে একই অপরাধে ৫ হাজার টাকা, মা ক্লিনিককে ৬ হাজার টাকা, একতা ক্লিনিককে ২ হাজার টাকা, লোকমান ক্লিনিককে ৩ হাজার টাকা ও গোবিন্দপুর সোহাগ মোড়ে নিউ এ্যাপোলো ক্লিনিকে ৫ হাজার টাকা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ৬ টি ক্লিনিকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ। এরপর আলমডাঙ্গা শেফা ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকের মালিকসহ ২ জনের করোনা পজেটিভ থাকায় ক্লিনিকটি লকডাউন ঘোষনা করে সাময়িকভাবে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো লিটন আলী।