কুষ্টিয়ার খোকসায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তালিকাভূক্ত মাদক কারবারি দুলালকে আটক করে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি বিশেষ টিম একতারপুর হাটে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুলালকে আটক করে। অপরদিকে খোকসা থানা পুলিশ থানা মোড় থেকে সুরুজ আলী নামের এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা। সুরুজ আলী কুমারখালী উপজেলার বাগবাড়িয়া গ্রামের সফদর আলীর ছেলে। পরে তাদের বিরুদ্ধে খোকসা থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম বলেন, পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারি দুলালের নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে এর আগে থানায় আত্মসমপর্ণ করলেও মাদক কারবার চালিয়ে আসছিল।