কুষ্টিয়ার র্যাবের অভিযানে মাদক (ইয়াবা) সহ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার (০৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে অভিযান চালায় র্যাব-১২ এর একটি দল। এসময় তারা ইয়াবাসহ দুইজনকে আটক করে। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ (কুষ্টিয়া) কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া এলাকার হযরত আলীর ছেলে টুটুল (২২) এবং পাশ্ববর্তী ছিলিমপুর এলাকার মাসুদ রানার ছেলে তৌফিক রানা সিয়াম (২০) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।