কুষ্টিয়া জেলা যুবদলের ভার্চুয়াল প্রোগ্রামে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তবের প্রতিবাদ জানিয়েছেন কুমারখালি উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
গত বুধবার রাতে কুষ্টিয়া জেলা যুবদলের আয়োজনে ভার্চুয়াল প্রোগ্রামে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে নিয়ে বানোয়াট ও ভিত্তিহীন মিথ্যাচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালি উপজেলা ও পৌর বিএনপি।
কুমারখালি উপজেলা বিএনপির সহ-সভাপতি লুতফর রহমান,আবুল কালাম আজাদ,যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগাঠনিক সম্পাদক আল কামাল মোস্তফা, কুমারখালি পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমে, সাধারণ সম্পাদক হাজী মনোয়ান হোসেনসহ অনান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা আরো বলেন, এহেনো মিথ্যাচার দলের ভাবর্মুতি ও দলকে ক্ষতিগ্রস্ত করবে।ইহা আওয়ামীগের এজেন্ডা বাস্তবায়নের সামিল এবং গঠনতন্ত্র পরিপন্থী। সৈয়দ মেহেদী আহমেদ রুমী সম্পর্কে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ কথাবার্তা থেকে বিরত থাকার আহবান জানান।