কুষ্টিয়ার খোকসায় ৫ দোকানমালিককে নগদ ৩৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখাসহ সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করার অপরাধে তাদের এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন ) বিকাল ৪ টার পর উপজেলার বিভিন্ন বাজারে এসব অভিযান পরিচালনা করেন তিনি। জানা গেছে, দেশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে জনসমাগম করাসহ মুখে মাস্ক ব্যবহারে বাধ্য করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। আর এসব অপরাধের জন্য উপজেলার বেতবাড়িয়া, কমলাপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি মামলায় তিন হাজার সাতশ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, করোনায় সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন নানামুখী ভূমিকা রেখেই চলেছে। আমাদের অভিযান প্রতিদিনই চলবে। আর সাধারণ মানুষের উচিত করোনা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করা। তিনি আরও বলেন, অযথা রাস্তা-ঘাটে যেন মানুষ ভিড় না করে। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি যেন মানুষ মেনে চলে সেজন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করছি। সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।