কুষ্টিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়ায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম। তিনি জানান, করোনা প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জেলাব্যাপী প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সরকারি নির্দেশনা অমান্য করায় গতকাল কুষ্টিয়া সদরের জগতি, চৌড়হাস, লাহিনী বটতলা ও হাউজিং এলাকায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা করে।