বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন করোনা একটি সংক্রমন ব্যাধী। এই ব্যধি থেকে পরিত্রাণের একমাত্র উপায় সচেতনতা। তাই সকলকে সচেতনতা অবলম্বন করে এই ব্যধিকে মোকাবেলা করতে হবে। তিনি আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলার সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। হানিফ বলেন সম্প্রতি লক্ষ্যকরা যাচ্ছে অনেক সরকারী এবং বেসরকারী হাসপাতালে রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। করোনা ভেবে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকদের এমন আচরণ দু:খজনক দাবী করে চিকিৎসা নিশ্চিতের আহ্বান জান। সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতপ্রমুখ উপস্থিত ছিলেন।