মহামারী করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ব এখন অস্থিরতার মধ্যে রয়েছে। সেই সাথে অস্থিরতা, চরম আতঙ্ক এবং উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে বাংলাদেশও। এ অস্থিরতা থেকে মুক্তি পেতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও রেডজোন ও লকডাউন ঘোষণা করে করোনা ভাইরাসের বিস্তার রোধে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তারপরও প্রতিদিনই বাড়ছে এর বিস্তার। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। আর এ কারণে কর্মহীন হয়ে পড়েছে কর্মজীবী সাধারণ মানুষসহ সব শ্রেণী পেশার মানুষ। এরথেকে বাদ পড়েনি কন্ঠশিল্পি, সাধু শিল্পি ও যন্ত্রশিল্পিরাও। তালিকায় রয়েছে নির্লোভ সহজ সরল মানুষ লালন ভক্ত, অনুসারী ও সাধু-গুরুরাগণ। দেশ ব্যাপী রেডজোন ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অস্বচ্ছল ও দরিদ্রদের মাঝে সরকারী ও বেসরকারীভাবে ত্রান ও অর্থ সহায়তা দেওয়া হলেও এর আওতায় আসেনি এ সমাজেরই একটি অংশ। আর তারা হলেন, কন্ঠশিল্পি, যন্ত্রশিল্পি, লালন ভক্ত ও অনুসারী এবং সাধু-গুরুগণ। তাই করোনায় কর্মহীন হয়ে পড়া কন্ঠশিল্পি, যন্ত্রশিল্পি, লালন ভক্ত ও অনুসারী এবং সাধু-গুরুগণদের সাহায্যে আবারও এগিয়ে এসেছেন দেশ বরেণ্য বাউল শিল্পি ওস্তাদ শফি মন্ডল। তিনি দৌলতপুরের অস্বচ্ছল ও মাহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া সাধু শিল্পি, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের দ্বিতীয় ধাপের অর্থ সহায়তা দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হোসেনাবাদ এলাকার নিজ বাড়ির আঙিনায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশ বরেন্য বাউল শিল্পি ওস্তাদ শফি মন্ডল জনপ্রতি একহাজার টাকা করে ৫০জন অস্বচ্ছল ও কর্মহীন সাধু শিল্পি, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ওস্তাদ শফি মন্ডলের বড় মেয়ে দৌলতপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও কন্ঠশিল্পি ফারজানা ববি লিনা ও বড় জামাই ড. ফজলুল হক গার্লস কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও যন্ত্রশিল্পি মুকুল সরদারসহ স্থানীয় সুধীজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকি’র পক্ষে ওস্তাদ শফি মন্ডলের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া সাধু শিল্পি, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের হাতে দ্বিতীয় ধাপের এ নগদ অর্থ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ওস্তাদ শফি মন্ডলের একক প্রচেষ্টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকি’র মাধ্যমে দৌলতপুরের সাধু শিল্পি, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের হাতে দুই ধাপে মোট ১০০জনকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রথম ধাপের ৫০জনকে গত ২৯ মে প্রদান করা হয়েছিল।