কুষ্টিয়ায় খোকসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দম্পতিসহ মোট তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ জন।
সোমবার (২২ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস।
কুষ্টিয়ার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে ২২ জুন মোট ১৪৮ টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ৯৩, মেহেরপুরে ২৫, চুয়াডাঙ্গায় ৩০।
কুষ্টিয়ায় মোট আক্রান্ত ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, কুমারখালীতে একজন, দৌলতপুরে একজন, মিরপুরে একজন ও খোকসায় ৩ জন।
মেহেরপুর জেলায় ৫ জন ও চুয়াডাঙ্গা উপজেলায় ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন মোট ৪ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মারকাস গলি ১ জন, চর আমলাপাড়া ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খয়েরছাড়া, মথাপাড়া। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহেশকুণ্ডি। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা ছাতিয়ান। খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন।